আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বায়ন ও বিজ্ঞান

কি যে বুঝি তাও বুঝি না।

বিশ্বায়ন ও বিজ্ঞান ঃ বিশ্বায়নের ফলে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা মানব সভ্যতার অগ্রযাত্রার ভিত্তি এবং মানব জাতির অভিন্ন ঐতিহ্য ও সম্পত্তির হিসেবেই বিবেচিত হয়ে আসছে। আজ বিজ্ঞান ও কৃৎকৌশলের উপর সর্বময় কর্তৃত্বকারী বহুজাতিক সংস্থাদি মুনাফার একচেটিয়া মতা আরো প্রসারিত করার জন্যে মানব জাতিকে বুদ্ধিজাত সম্পদের অভিন্ন উত্তরাধিকার ও ব্যবহার থেকে বঞ্চিত করতে দূঢ় প্রতিজ্ঞ। যেমন পুঁজিবাদীদেশ এবং সেগুলোর বহজাতিক কোম্পানীগুলো করপোরেশনগুলো বুদ্ধিজাত ও গবেষণালব্ধ ও উদ্ভাবিত সামগ্রী ব্যতিত সেগুলোর উৎপাদন সংক্রাšত জ্ঞান ,ফর্মৃলা ,নকশা,তথ্য সফটওয়্যার,ইন্ট্রগ্রেটেড সার্কিট প্রচলিত প্যাটেন্ট ও কপিরাইট আইনে সংরণের অতিরিক্ত উপায় হিসেবে নিয়ন্ত্রণ করে চলছে। গ্যাট চুক্তি অনুসারে এইসব বুদ্ধিজাত সম্পত্তির মালিকদের অধিকার রাষ্ট্র সরকার বা সমাজের উর্ধ্বে স্থান পাবে সব ধরণের পণ্য প্রক্রিয়া ও প্রযুক্তির েেত্রই এ অধিকার স্বীকৃত। বুদ্ধিজাত সম্পত্তি ও সেগুলোর অধিকার বাণিজ্যের সাথে যুক্ত হওয়ায বাণিজ্য সম্পৃক্ত বুদ্ধিভিত্তিক সম্পত্তি অধিকার বিধানের আওতায় গ্যাট তার কার্যকর প্রয়োগের দায়িত্ব অর্পণ করেছে ‘‘বিশ্ব বাণিজ্য সংস্থার’’ উপর। এ সবের মাধ্য শিল্প বাণিজ্য কৃষি সেবা ইত্যাদি েেত্র অবাধ বাণিজ্য অধিকার প্রতিষ্ঠার যে ব্যাপক বিরূপ প্রভাব পড়েছে তৃতীয় বিশ্বের উপর। বিশেষ করে স্বাস্থ্য সেবা ও ঔষধ শিল্পের বিপর্যয় প্রীণধানযোগ্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।