আমাদের কথা খুঁজে নিন

   

‘হাতা কেটে নেয়া’ সেই শিক্ষিকার নিয়োগ স্থগিত

শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর স্ত্রী ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবা খানমের বিরুদ্ধে এ অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বিদ্যালয়ের অধ্যক্ষ উম্মে সালেমা বেগম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের জামার হাতা কেটে দেয়ার অভিযোগে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মাহবুবা খানমের চুক্তির মেয়াদ স্থগিত করে তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে।
“নোটিসের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। ”
দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগে উদয়ন স্কুলে কর্মরত এই শিক্ষিকার আরো এক বছরের বেশি সময় মেয়াদ রয়েছে বলে অধ্যক্ষ জানান।
শিক্ষার্থীদের জামার হাতা কেটে দেয়ার ঘটনাকে ‘দুঃখজনক’ হিসাবে উল্লেখ করে সালমা বলেন, “মন্ত্রীর স্ত্রী হলেও তার সঙ্গে বাচ্চাদের সম্পর্ক ভাল।

এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ”
মাউশির মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ তদন্তে মাউশির পরিচালককে (কলেজ) আহ্ববায়ক এবং উপ-পরিচালক (কলেজ-২) ও সহকারী পরিচালককে (কলেজ-৪) সদস্য করে তদন্ত কমিটি করা হয়েছে।
কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে ফাহিমা জানান।
উদয়ন স্কুলে শিক্ষার্থীদের জামার হাতা কনুই পর্যন্ত রাখার নিয়ম। কিন্তু ছেলেদের শার্ট ও মেয়েদের কামিজের হাতা কনুই ছাড়িয়ে যাওয়ায় মাহবুবা খানম গত ২২ মে কয়েকজন শিক্ষার্থীর জামার হাতা কেটে দেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।


এদিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সালমা বেগম ও মাহবুবা খানমের অপসারণের দাবিতে সোমবার স্কুলের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।
২৮ মে সকাল ৮টায় কালো ব্যাচ ধারণ করে বিদ্যালয়ের সামনের রাস্তায় আবারো মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন তারা।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।