আমাদের কথা খুঁজে নিন

   

অর্ধশতাধিক ছাত্রীর জামার হাতা কেটে অপমানঃ বুদ্ধি হারামীদের ঘেউ ঘেউ আর চুচিলদের চুলকানি আজ বন্ধ কেন?

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ছেলেদের সামনেই অর্ধশতাদিক ছাত্রীর স্কুল ড্রেসের জামার ফুলহাতার অর্ধেকটা কেটে দিয়েছেন। এতে চরম অপমানিত হয়ে অনেক শিক্ষার্থী ক্লাসেই কান্নায় ভেঙে পড়েন। তাঁদের বাবা মা নিজেদের মেয়েদের ইজ্জত আব্রু বাঁচাতে আসহায় হয়ে আজ আন্দোলন করছে। নিজেদের ইজ্জত ও সন্মান রক্ষার্থে কেউ কেউ ধর্মীয় কারণে মেয়েরা হিজাব ও ফুলহাতা জামা পড়ে কারণ হিজাবের সাথে হাফহাতা জামা হাস্যকর ও অর্থহীন। এইসব ছাত্রীদের বাবা মা ইভটিজিং থেকে নিজের মেয়েদের রক্ষা করতে তাঁদের হিজাব পড়তে উৎসাহ দেন মেয়েরাও নিজের ইচ্ছায়ই হিজাব পড়ে। কিছু প্রশ্নঃ মেয়েরা যদি ফুলহাতা পড়ে ক্লাসে আসতে না পারে তবে স্কুলে জোহরের নামাজ তারা কি করে পালন করবে? হাফহাতা জামা পড়ে কি মেয়েরা নামাজ পড়তে পারবে? নাকি কোন মেয়ে নামাজ পড়তে চাইলেও তাকে নামাজ পড়তে দেয়া হবে না। কোন হিন্দু মেয়ে যদি ধর্মীয় কারণে হাতে শাঁখা ও কপালে সিধুর দিয়ে আসে সেও কি অপরাধ করেছে? কোন বোদ্ধ বা খ্রিস্টান ছেলে মেয়ে যদি তাঁদের ধর্মীয় কোন পোশাক পড়ে আসে সেও কি অপরাধ করেছে? তারা কোথায়? প্রত্যেকেরই চিন্তা, বিবেক ও ধর্মের অধিকার রয়েছে বলে যে সব চুচিলরা কিছু হলেই হইহই রইরই করে উঠে তারা আজ কোথায়? ধর্মীয় কারণে কেউ কিছু হলেই মাবাধিকার, ব্যাক্তি স্বাধীনতা, প্রগতিশীল ইত্যাদি বলে যে সব বুদ্ধি হারামীরা ঘেউ ঘেউ করে উঠে তারা এখন কি করে? যদি উল্টো হতো আজ যদি বরং উল্টো হত যেমন হিজাব বা ফুলহাতা না পড়ে আসায় মেয়েদের অপমান করা হত তখন এই সব চুচিলদের চুলকানি আর বুদ্ধি হারামীরা ঘেউ ঘেউ কি পরিমাণ বেড়ে যেত ভাবুন। পশ্চিমা বিশ্বের এমনকি ইসরাইল, ভারতের আর্মিতে পর্যন্ত ধর্ম পালনে ও ধর্মীয় পোশাকে ছাড় আছে সেখানে সামান্য স্কুলের মেয়েদের এমন অপমান কি ভয়াবহ ভাবুন। এ কেমন স্বাধীনতা? এ কেমন ধর্মীয় অধিকার? এ কেমন মানবতা? ছবিঃ ইন্টারনেট  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.