আমাদের কথা খুঁজে নিন

   

জামার হাতা কাইটা দিছে ভালো হইছে

vagabond only উদয়ন স্কুলের আগে থেকাই নিয়ম করা আছে যে লম্বা জামা পইড়া যাওয়া যাবে না। যারা নিয়ন মানে না, তাদেরকে পানিশমেন্ট। নিয়ম কানুন মাইনা চলার বিষয়টা স্কুলে না শিখলে আর কই শিখবে? ফলে, লম্বা জামার হাতা কাইটা দেয়া হইছে। ছাত্রীরা সেই স্কুলে জামার হাতা বিষয়ক নিয়ম জাইনা শুইনাই ভর্তি হইছে। তারপরে, সেই নিয়মরে বুইড়া আঙ্গুল দেখাইতে গিয়া ফুল হাতা জামা পইড়া ঘুইড়া বেড়াইতেছিলো। দেশে এইরকম নজির আরো আছে। যেইখানে লুঙ্গি এলাউ না সেইখানে লুঙ্গি পইড়া গিয়া হাজির হয় কেউ কেউ, মিডিয়ারে ডাইকা আইনা বলে- দেখেন, আমারে ঢুকতে দেয় না! নিয়ম ভাঙ্গার এই বিপ্লবী টেন্ডেন্সীরে ওয়েলকাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।