আমাদের কথা খুঁজে নিন

   

'জ্বিন পাঠায়া আইজ তোমারে তাবিজ করুম'!

সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!

তাবিজের পয়লা ধাপ ১. তোমার মাথার চুল লাগবো আর জামার সুতা, আঙ্গুলের নখ লাগবো লাগবো পায়ের জুতা। যেই ভাবে হোক এসব কিছু জোগাড় করুম, প্রয়োজনে ফকির বাবার পায়ে ধরুম- জ্বিন পাঠায়া আইজ তোমারে তাবিজ করুম! তাবিজের আখরি ধাপ ২. এত কথা বলে, এত চাল চেলে তোমাকে যখন পাইনি- তখনি ধরেছি সাধু সন্ন্যাসী তার আগে আমি যাইনি। দরবেশ বাবা হুংকার দিয়ে কুফুরী-কালাম বলে- ‘ইয়া-হু’ বলে ফুঁ দিয়ে দিল একটা কদম ফুলে। বলল, ‘দেবে এটা তাকে, ভালবাস যাকে, আর কারও হাতে দিওনা। এটা যে শুঁকবে, সে-ই হয়ে যাবে তোমার প্রেমের দিওয়ানা।’ রাস্তার ধারে হোঁচট খেয়েছি ব্যাথাটা পেয়েছি বুকে, একটা দুষ্টু নেড়ী কুত্তায় ফুলটা ফেলেছে শুঁকে! অতীতগুলো এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।