আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতিবিদ খারাপ নাকি (শিক্ষক-আমলা) বাহিনী খারাপ

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

আমরা/সাধারন জনগণ জানি না, রাজনীতিবিদদের কোন কোন কথা (রাষ্ট্র-তথ্য) সংক্রান্ত প্রকৃত মিথ্যা কিংবা বানোয়াট, কিন্তু আমলা-রা তো প্রকৃত তথ্য জানেন, তারা সকল কিছু সঠিক তথ্য সংরক্ষন করেন। কিন্তু দেখুন তারাই প্রচার-মাধ্যমের সামনে আসলে সেই কথাটি বলতে অস্বীকার করেন, অথচ তারাই বাংলাদেশের সেরা মেধাবী, প্রকৃত শিক্ষিত হওয়ার দাবীদার। পক্ষান্তরে শিক্ষার বাপ-মা (মানে ভার্সিটি শিক্ষক) তারাও জানেন কোন তথ্য কতটা কার্যকর কিংবা দেশের তরে কতটা মঙ্গলজনক, কিন্তু নির্দিষ্ট দল/স্বার্থের অনুগত করেন বলে তাদের দলের বা স্বার্থের পক্ষে মিথ্যা কথাটাও সত্য বলে প্রচার করেন। কিন্তু এভাবে দেশের স্বর্ণ সন্তানরা যদি এভাবে দেশের মঙ্গল/অমঙ্গল চিন্তা না করে ঢালাওভাবে দলের কিংবা স্বার্থের কথা চিন্তা করেন, তবে এদেশের কি হবে? কোথায় কে কবে এদেশটাকে বয়ে নিয়ে যাবে মঙ্গল দ্বীপ পানে। কে জাগাবে এদেশের জাগরণ নতুন করে নতুন গানে। হায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।