আমাদের কথা খুঁজে নিন

   

ফতোয়া ২০০২ (বিশেষ পরিস্থিতিতে)



ওই ছায়াবিনীকে পাথর ছুঁড়ে মারা হোক মাটিতে অর্ধেক পুঁতে যে আমাকে বিভ্রম করে ঠা ঠা বনভূমির মধ্যে ফেলে গিয়েছে বাঘের থাবার নিচে, আমাকে বলেছে শুতে... ওই মায়াবিনীকে দোররা মেরে শাস্তি দেয়া হোক সবাই দেখুক তাকে যে আমাকে তেষ্টাক্লান্ত করে ঝাঁ ঝাঁ মরুভূমির মধ্যে রেখে গিয়েছে নদীর লোভ দেখিয়ে, বালি-বালি ঢেউ-বাঁকে ভূমি থেকে ভূমিতে, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য, বিধ্বংসবিলাসী পরমাণুর ক্ষেপণাস্ত্র বানিয়ে, ছায়াবিনী-আমাকে পৃথিবীর পরাক্রমশালী কোনো নিঃসঙ্গ প্রেসিডেন্টের হাতে, স্যুটকেসের মধ্যে তুলে দিয়েছে এখন স্যুটকেসের মধ্যে, আঙুলের টিপ খাওয়ার অপেক্ষা করছে অন্তিম সেই অলৌকিক বোতাম ভস্ম হবার প্রতীক্ষা করছে পুণ্যলতায় জড়ানো প্রেম, বিশেষ প্রতিভা পুঞ্জিত শিরোনাম কবিজ সাফল্য এবং সমবেত স্নেহ-মায়া-মমতা ও শিশু জন্মাবার কাম... মায়াবিনী আমাকে নিঃশর্ত নিরস্ত্রপরায়ণ আত্মসমর্পণের স্বাক্ষর করিয়েছে বিপণ্নপ্রধান, বিষণ্নপীড়িত এক যাবজ্জীবন উপহারস্বরূপ গূঢ় কিছু কাচমুদ্রা যথামৃত পথে পথে ছড়িয়ে রেখেছে ওকে পাথর মারা হোক ওকে দোররা মারা হোক Posted by Godhuli Kollan Songho at 2:15 AM

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।