আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
আমি একটি ব্যাপার পরিস্কার হতে চাই দেশে দোররা বড় নাকি ফতোয়া বড়। আমার জানা নেই এ স্ম্পকে` ইসলামের কি বিধান আছে। তবে একটি দেশের আইনে যদি কোন নিদে`শনা থাকে সে ক্ষেত্রে সেটাই মেনে নেওয়া ধমে`র কাজ।
তাহলে কেন এ দেশে এই দোররায় এখন ও মানুষ মারা যাচ্ছে এমনি কি ২১ শে আগষ্ট বাবার হাতে মেয়ে খুন হলো দোররা মারার কারনে।
এমনকি ১৯৯৩ সাল থেকে ২০০০ সাল পযন্ত ১৫৬ জন নারী এর ভুক্ত ভোগী।
এসব হুজুর বা ফতোয়া বাজীরা কার সাহসে বা কিভাবে দেশের আইনের বিরদ্ধে এসব কায`ক্রম চালায় এবং তার কোন নজীর বিহীন বিচারের ঘটনাও নেই। সরকার কেন চুপ থাকে।
এটা কি চুপ থাকার মত কোন বিষয়???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।