আমাদের কথা খুঁজে নিন

   

গেইমে আবেদনময়ী নারী চরিত্রঃ ক্যাম্মি- স্ট্রিট ফাইটার

হিন্টস

সুন্দরী, প্রাণনাশী কিংবা বেনিধারী এমন সব বিশেষণে পরিচিত স্ট্রিট ফাইটার সিরিজের দ্বিতীয় নারী চরিত্র ক্যামি। ‘চুন লি’র মতো অতটা খ্যাতি অর্জন না করলেও তরুণী যোদ্ধা ক্যামি ইতোমধ্যেই স্ট্রিট ফাইটার সিরিজের স্মরণীয় চরিত্র হয়ে উঠেছে। ১৯৯৩ সালে রিলিজ হওয়া নতুন গেইম ‘সুপার স্ট্রিট ফাইটার টু: দ্যা নিউ চ্যালেঞ্জার’ এ নতুন চারটি চরিত্রের একটি ক্যামি। উনিশ বছর বয়সী ক্যামি টাস্ক ফোর্স ডেল্টা রেড এর এজেন্ট হয়ে কাজ করে। ছিমছাম দেহের হলেও তার বাহু পেশিবহুল। তার লম্বা সোনালী চুল সাধারণত দুটি বেণীতে বাধা থাকে। নীল চোখের ক্যামি’র বাঁ গালে রয়েছে আঘাতের চিহ্ন। নির্ভীক এই তরুণী প্রায়ই শত্রুর মুখোমখি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।