আমাদের কথা খুঁজে নিন

   

আসক্তি অনলাইন গেইমে

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, অনলাইন গেইমে অনেক গেইমারই মাত্রাতিরিক্তভাবে আসক্ত। এদের অনেকে এক একটি সেশনে টানা ৯০ ঘণ্টারও বেশি সময় গেইমে ব্যস্ত থাকে, এমনটাই জানা গেছে গবেষণায়। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কার্ডিফ, ডার্বি এবং নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটির গবেষকরা এ গবেষণাটি করেছেন।
গবেষকরা অনলাইন গেইম কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়ে জানিয়েছেন, সরকারি হস্তক্ষেপ না চাইলে তাদের নিজেদের পদক্ষেপ নিতে হবে, যাতে গেইমাররা এভাবে আসক্ত হয়ে না পড়ে।
মাত্রাতিরিক্ত আসক্ত গেইমারকে প্যাথলজিক্যাল গেইমার বলা হচ্ছে। এ ধরনের আসক্তি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বলে জানিয়েছেন গবেষকরা। এ প্রসঙ্গে মনোবিদ ড. জাহির হোসেইন বলেছেন, “নির্দিষ্ট সময় খেললে বিশেষ পুরস্কার পাওয়া যাবে, এ রকম ব্যবস্থা করে গেইমের মাত্রা নির্ধারণ করা যেতে পারে।”
গবেষণায় আরও জানা গেছে, শতকরা ১১ শতাংশ গেইমার মাত্রাতিরিক্ত আসক্তিতে ভুগছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।