হিন্টস
শিরোনাম দেখে নিশ্চয় চমকে উঠছেন? কিন্তু হ্যাঁ গেমেরও সেরা আবেদনময়ী চরিত্র খুঁজে বের করা হয়েছে। নিউজ ডট কম ডট এইউ এমনই একটি তালিকা তৈরি করছে। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে শারীরিক সৌন্দর্যের সাথে প্রাধান্য পেয়েছে বুদ্ধিমত্তা আর লড়াইয়ের দক্ষতা।
আজকে আমি রেসিডেন্ট ইভিল এর জিল ভ্যালেন্টাইন চরিত্রটির কথা লিখবো।
‘রেসিডেন্ট ইভিল’ মূলত একটি সিরিজ গেইম।
এই সিরিজের ‘রেসিডেন্ট ইভিল থ্রি: নেমেসিস’ এ জিল ভ্যালেন্টাইন ছিলো মূল নায়িকার চরিত্রে। এছাড়াও ‘রেসিডেন্ট ইভিল: দ্যা আমব্রেলা ক্রনিকল’ এবং রেসিডেন্ট ইভিলের দ্বিতীয় মুভি ‘রেসিডেন্ট ইভিল:এপোক্যালিপস’-এ সে ছিল অন্যতম প্রধান চরিত্র।
নীল প্যান্ট, হালকা নীল রঙের শার্ট হাতে অস্ত্র আর মাথায় ক্যাপ। এই পোশাকেই সবচেয়ে বেশি পরিচিত জিল। গেইমে ব্যবহৃত প্রবাদের কারণে ভ্যালেন্টাইনকে অনেক সময় মজা করে তালাভাঙ্গার মাস্টার হিসেবেও অভিহিত করা হয়।
মূল পোস্ট:
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।