আমাদের কথা খুঁজে নিন

   

এ্যাডসেন্স বিষয়ে সাহায্য আবেদন

আমার ব্লগস্পটে ২টি ব্লগ আছে। একটি ব্লগ প্রায় ৪বছরের পুরোনো। এই ব্লগটিতে আমি আমার এক বন্ধুর এ্যাডসেন্স একাউন্ট ব্যবহার করি। আরও উল্লেখ্য যে এই ব্লগঠি ব্লগস্পট প্লাটফর্মে থাকলেও বর্তমানে এটিতে টপক্লাশ ডোমেইন ব্যবহার করছি। এটির ডেইলি ভিজিটর ৪৫০+ আর অন্যটি প্রায় ৪ মাসের পুরোনো।

এটিতে আমি প্রথমে adf.ly এর ব্যানার ও ডাউনলোডের জন্য এ্যাডফি এর লিংক ব্যবহার করি। কিন্তু বর্তমানে ডাইনলোডের জন্য এ্যাডফি ও এ্যাডফি এর ব্যানার উঠিয়ে এ্যাডসেন্স ব্যবহার করছি। এটির ডেইলি ভিজিটর ৬০০+ এখন আমার কথা হচ্ছে আমি আমার ২য় ব্লগটিতে যদি আমার বন্ধুর এ্যাডসেন্স একাউন্ট উঠিতে দিয়ে নিজের নামে এ্যাডসেন্স একাউন্টের জন্য আবেদন করি তবেকি কোন সমস্যা হবে? প্রায় ৪বছর আগে আমার একটি এ্যাডসেন্স একাউন্ট ছিল যেটি ইনভ্যালিড ক্লিক এর জন্য ব্যান হয়। এছাড়াও আমার ৪ বছর আগের তৈরি করে রাখা একটি ব্লগারে ব্লগ আছে, যে টি ৪ মাস আগে নাম পরিবর্তন করে পোষ্ট দিচ্ছি। বর্তমানে ব্লগটিতে ১১টি পোষ্ট থাকলেও ডেইলি ৯০+ ভিজিটর হয়।

নাকি এই ব্লগ দিয়ে এ্যাডসেন্স এর জন্য আবেদস করবো? ধন্যবাদ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.