আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসার প্রাচুর্য

"বাংলা আমার জন্মভূমি, বাংলা আমার প্রাণ; হবনা পিছপা, রাখতে আমার বাংলা মায়ের মান । " সবাই সমান ভালবাসতে পারে না। প্রেমের ক্ষেত্রেও প্রতিভার প্রয়োজন আছে। খুব বড় শিল্পী, কি খুব বড় গায়ক যেমন পথেঘাটে মেলে না - খুব বড় প্রেমিক বা প্রেমিকাও তেমনি পথে ঘাটে মেলে না। ও প্রতিভা যে যেকোনো বড় সৃজনী প্রতিভার মতোই দুর্লভ, এ কথা সবাই জানে না।

তাই যার কাছে যা পাবার নয়, তার কাছে তাই আশা করতে গিয়ে পদে পদে ঘা খায় আর ভাবে অন্য সবারই ভাগ্যে ঠিকমতো জুটছে, সে-ই কেবল বঞ্চিত হয়ে রইল জীবনে। নয়তো ভাবে তার রূপগুণ কম, তাই তেমন করে বাঁধতে পারে নি। --------->বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (উপন্যাস- দৃষ্টি প্রদীপ) সে-ই সবচাইতে সুখী, যে নিজের দেশকে স্বর্গের মতো ভালবাসে। ----->ভার্জিল। শুধু এই এক দিনের জন্য নয়, সবার মনে ভালবাসা জাগরূক থাকুক সারাটি বছর, সারাটি জীবন।

শুধু একজনের জন্য নয়, এ ভালবাসা ছড়িয়ে পড়ুক মানবতার মাঝে। তাহলে হত্যা-খুন, ধর্ষণ তথা সব ধরনের অন্যায় এমনিতেই একদিন বিলীন হয়ে যাবে। সবার প্রতি রইল আমার অফুরন্ত ভালবাসা, যার ব্যাপ্তি সারাটি বছর, আর শুধু প্রকাশটা-ই এই দিনে, আর কিছু নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.