আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম মেডিকেল-এর সেবার মান মনে হয় ভালো হচ্ছে

পেশা IT related. ভালো লাগে গ্রামের পরিবেশ

গতকালের ঘটনাঃ আমার খুব কাছের একজন হঠাৎ এক্সিডেন্ট করলো। ও ছিলো রিক্সাতে, খুব দ্রুতগামী সি.এন.জি টেক্সি মেরে দিলো রিক্সাকে, রিক্সা একদম ভেঙ্গে গেলো, আর ও পরে গেলো নিচে। মারাত্মক আঘাত পেলো, উঠে দাঁড়াবার অবস্থা ছিলো না। খবর পেয়েই ছুটে গেলাম। তখন ওকে রাস্তার পাশে একটা দোকানে আশে পাশের লোকজন প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলো।

ব্যথার মাত্রা যে কেমন ওর কান্না দেখে বুঝা যাচ্ছিলো। তারাতারি করে নিয়ে এলাম চট্টগ্রাম মেডিকেল-এর ইর্মাজেন্সিতে। পূর্ব অভিজ্ঞতা খুব একটা ভালো ছিলোনা এখানকার। যথারীতি টিকেট কাটলাম ১০ টাকা দিয়ে, টিকেট নিয়ে গেলাম নির্দিষ্ট জায়গায়, ওখান থেকে আবার টিকেট নিয়ে অন্য জায়গায়, এক মহিলা ডাক্তার এগিয়ে এলেন, দেখে মাত্র লিখে দিলেন এক্স রে করতে হবে। শুরু থেকে কেমন জানি লাগছিলো পরিবেশটা।

সব কেমন জানি পরিবর্তিত। যে লিফট্ সহজে পাওয়া যায়না, ওটাও হাজির, লিফট্ ম্যান দেখিয়ে দিলো কোন দিকে যেতে হবে। এক্সরের জন্য পরিশোধ করলাম ৭০টাকা, ওখানে অবশ্য একটু অপেক্ষা করতে হলো রিপোর্ট পেতে। রিপোর্ট নিয়ে আবার ডাক্তারের কাছে গেলাম। উনি দেখে প্রেসক্রিপশান লিখে দিলেন এবং খুব আন্তরিকতা নিয়ে বুঝিয়ে দিলেন কি কি করতে হবে।

মেডিকেল-এ আমার খরচ হলো মাত্র ৮৭ টাকা আর সময় সব মিলিয়ে ১.৩০ ঘন্টা। খুব ভালো লাগলো আমাদের চট্টগ্রাম মেডিকেল -এর সেবার মান দেখে। মনে মনে ভাবলাম, এই লোক গুলোই কিন্তু আগেও ছিলো যখন মানুষ তাদের সেবার মান নিয়ে সমালোচনা করতো, আজ তারা পরিবর্তিত রূপে। আমাদের এই পরিবর্তিত রূপটা ধরে রাখতে হবে আমাদের জন্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.