মানুষ আমি আমার কেন পাখির মত মন....
কিছুদিন আগের কথা। একটি বিশেষ কাজে চাদপুর যেতে হয়েছিল। বাস যখন মেঘনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল তখন মেঘনা নদীর দিকে তাকিয়ে অবাক হয়েগেলাম। সাধারনত গত কয়েকবছর বর্ষায় তেমন একটা ঘুরাঘুরি করা হয়নি। মেঘনা নদীকে স্বাবাভিকের চেয়ে ৩ গুন প্রশস্ত মনে হলো।
নদী দেখে মনে হলো অনেকদিন লঞ্চে উঠি না। বর্ষার দিনে লঞ্চে উঠে নদীবপথে ভ্রমনের যে কি আনন্দ তা ভুলার নয়।
মেঘনা নদী দেখে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে চাদপুর যেয়ে নদীর পাড় (পদ্মা-মেঘনার মিলন স্থান) দেখবো। প্রয়োজনীয় কাজ সেরে গেলামও সেখানে। খুবই সুন্দর জায়গা।
নদী হলেও প্রায় সমুদ্রের মত বিশাল মনে হয়, একুল থেকে ওকুল দেখা যায় না।
ফেরার পথে নদীর পাড়ে মাছের বাজার দেখতে ইচ্ছে হলো, হাটতে হাটতে চলেও গেলাম সেখানে। গিয়ে এক জায়গায় দেখি যে কিছু কাতল মাছ সাজিয়ে রেখেছে। ক্রতা অনেক , ডাক (নিলাম) চলছে, দামও উঠছে ৫হাজর , ৫৫০০, ৬০০০, ভাবলাম একটু এগিয়ে দেখি।
সামনে এক জায়গায় দেখি বড় একটি ইলিশ মাছ, পাশে কয়েকজন ক্রতা দাড়িয়ে আছে, যথারীতি ডাক চলছে, দাম উঠছে ৩০ হাজার, ৩০৫০০/=
আমার তো আক্কল গুরুম অবস্থা।
একটি মাছের দাম কি করে ৩০ হাজার হয়। ভাবলাম "দেখি না কি করে", চুপচাপ দাড়িয়ে রইলাম । ও দিকে দাম বেড়েই চলছে, ৩১০০০, ৩২০০০ ......
অবশেষে ৩৬৫০০ টাকায় দফারফা হলো। আমিও ভাবছি দেখি কি হয়। অত পর মাছটি মাপা হলো এবং হিসেব নিকেষ করে দাম প্রদান করা হলো ১৬৪০ টাকা।
কি ব্যাপার এত কম দাম হলে এত হাজার হাজার টাকা দাম উঠলো কেন?
পরে ওদের সাথেক আলাপ করে বুঝলাম যে সেখানে মণ হিসেবে দাম হয়। যেহেতু মাছটির ওজন প্রায় ১৮০০ গ্রাম তাই ৩৬৫০০ টাকা মণ হিসেবে তার দাম হয় ১৬৪০ টাকা।
ফেরার পথে ভাবছি একসময় ১৫০০ টাকায় আস্ত একটি খাসি পাওয়া যেত আর এখন ১৬০০ টাকায় একটি মাছ। আমাদের দেশে কয়জন লোকের সামর্থ আছে এত টাকা দিয়ে একটি মাছ খাওয়ার। তবুওতো আমরা ছোট বেলায় অনেক ইলিশ খেয়েছি।
আমার এখনো মনে পড়ে আমি ১৫-২০ টাকায় ইলিশ মাছ কিনেছি। আর এখন? কয়েকদিন পর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে ইলিশ মাছ মনে হয় শুধু স্বপ্নেই খেতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।