আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার বিরুদ্ধে দুর্নীতি মামলায় হাইকোর্টের জামিনাদেশ আপিল বিভাগে বহাল



দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের আপিলের আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দেন। গত বছরের ২৬ আগস্ট বেগম খালেদা জিয়াকে হাইকোর্ট ওই মামলায় অন্তবর্তীকালীন জামিন দেন। একই সাথে খালেদা জিয়াকে কেন এই মামলায় পূর্ণ জামিন দেয়া হবে না-তা জানতে চেয়ে সরকারের কাছে ব্যাখ্যা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। গত বছরের ৩ জুলাই দুদকের উপ-পরিচালক হারুনর রশিদ খালেদা জিয়ার বিরুদ্ধে রমনা থানায় এ মামলা দায়ের করেছিলেন। সম্প্রতি সরকার হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।