নাসির খান সৈকত
উইন্ডোজে লেখা পড়ে শোনানোর জন্য বেশ কিছু সফটওয়্যার পাওয়া যায়। এই রকম espeak নামের একটি সফটওয়্যার উবুন্টুতে প্রথম থেকেই দেয়া থাকে। টারমিনাল থেকে এটি ব্যবহার করা যায়। যেমন টারমিনালে
espeak “we live in bangladesh”
লিখে enter বাটন চাপলে উবুন্টু সেটি পড়ে শোনাবে। পড়া বন্ধ করতে চাইলে Ctrl+d চাপতে হবে।
Orca screen reader এর সাথে এটি যৌথভাবে কাজ করছে। আপনি চাইলে Orca screen reader প্রোগ্রামটিও চালু করে নিতে পারেন । এজন্য টাইটেলবার থেকে System >> Preferences >> Assistive Technologies নির্বাচন করেতে হবে। এটি ওপেন করলে যে উইন্ডোটি দেখা যাবে সেখান থেকে Enable assistive technologies এর পাশে টিক চিহ্ন দিতে হবে। এরপর একবার লগআউট করে লগইন করতে হবে অথবা কীবোর্ড থেকে Ctrl+ Alt+ Backspsce বাটন চাপুন।
নুতন লগইনের পর System >> Preferences >> Preferred Applications ওপেন করুন। এবার Accessibility ট্যাব থেকে Run at start under the Visual heading এর পাশে টিক চিহ্ন বসিয়ে দিন। এরপর আবার লগআউট করে লগইন করতে হবে।
টারমিনাল থেকে চালানোর সময় আপনি চাইলে ডিফল্ট ভয়েস পরিবর্তন করে শুনতে পারবেন। যেমন নিচের কমান্ডটি টারমিনালে চালালে জামাইকান ইংরেজীতে শুনতে পাওয়া যাবে।
espeak -s 140 -v en-westindies “How about a nice game of chess?”
কি কি ভাষার জন্য এটি ব্যবহার করা যাবে সেটি জানতে নিচের কমান্ডটি ব্যববহার করুন।
espeak –voices=en
কমান্ডটিতে -s নামের আরও একটি কমান্ড ব্যবহার করা হয়েছে। প্রতি মিনিটে কতগুলি করে শব্দ পড়ে শোনানো হবে তা ঠিক করে দেয়া যায় এই কমান্ডের মাধ্যমে। সাধারণভাবে মিনিটে ১৭০টি শব্দ পড়ে শোনানো হয়। অনেক বড় কোন লেখা শোনার সময় এত দ্রুত পড়লে বুঝতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে এর মান কমিয়ে ব্যবহার করা যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।