আমাদের কথা খুঁজে নিন

   

এক্সকিউজ মি, একটু আপনার সাথে কথা বলি?

পৃথিবীর একমাত্র কার্টুনিস্ট, যে কিনা সামহোয়ার ইন ব্লগে ব্লগিং করে...

-বলেন -আপনি কি জানেন, ( হাতের একটা ক্যাটালগ দেখিয়ে) এই চারটি সিগারেটের মধ্যে বিশ্বের নাম্বার ওয়ান ব্রান্ড কোনটি? -(নিজের হাতের বেনসনটির দিকে তাকিয়ে) জানি, মার্লবোরো। -ঠিক বলেছেন, ধন্যবাদ -আর কিছূ? -জি, কিন্তু আপনি তো খাচ্ছেন বেনসন। নাম্বার ওয়ার ব্রান্ড খাওয়াটা কি উচিত নয়? -আই লাভ বেনসন (বুঝছি, তুমি শালা মার্লবোরো-র মার্কেটিং করতে আইছো) -কিন্তু মার্লবোরো এক নাম্বার -আই লাভ বেনসন -আপনি অন্তত একবার মার্লবোরো ট্রাই করে দেখতে পারেন - (দেখছি, এই জিনিসের দাম একটাকার বেশি হওয়া উচিত না) আই লাভ বেনসন -জি, বুঝতে পারছি আপনে বেনসন খান, কিন্তু নতুন ব্রান্ড ট্রাই না করলে বুঝবেন কি করে? -আই লাভ বেনসন -আপনি যখন প্রথম বেনসন খান, তখনই এটা আপনার ভালো লেগেছিল? আস্তে আস্তেই তো হয়েছে, তাই না? মার্লবোরো ট্রাই করেন, ভালো লাগবে। -আই লাভ বেনসন (এই কথার উপরে আর কথা নাই, তাও চাকরি ফরয করার জন্য বেটা তেণা প্যাচাইতাছে) -ধুর!!!! -ওই মিয়া, আপনের টাকায় খাই? -এই কথা বলছেন কেন? -তো ধুর ধুর করেন কেন? -বারবার এক প্যাচাল পাড়ছেন, তাই বল্লাম -আপনেও তো একই প্যাচাল পাড়তাছেন। গত একমাসে অন্তত ১০-১২ বার এই জরিপের পাল্লায় পড়তে হইছে।

যখনই বেনসন কিনে, তখনই কোনহান থেইকা আপনারা আসেন, একই কথা বলেন। -স্যার, আমাদের চাকরিই তো এটা -আমার বেনসন ভালো লাগে, বলার পরেও জালান কেন? চাকরি করেন, ভালো, জালায়েন না। -একবার তো মার্লবোরো ট্রাই করে দেখতে পারেন!! -টাকা দিয়া কিনা কেন, ফ্রি পাইলেও এই জিনিস খামু না। -কেন? -ভুয়া, বস্তা পচা তামাক দিয়া বানায় -কি বলছেন (কিঞ্চিত উত্তেজিত)? আপনে তো ট্রাইই করেন নাই। -কইলাম তো (ততধিক উত্তেজিত), আর জালায়েন না।

-কেন কি করবেন ( ঐ)? -ইয়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া ধিসুমমমম (বাস্তব ঘটনা, তবে শেষের দিকটা করতে মনে চাইলেও ব্যাটার চাকরির খাতিরে করি নাই, শত হইলেও ওটা ওর চাকরি, পেট বাচানোর ভরসা) ছংবিদিবদধো ছতর্কিকরণ- দুমপান ছাস্তের জন্য কতিকর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।