আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
আজ বাংলার জন্মদিন, বছরের ধাপে একটি আরও তারিখ, নবীন
তাই চারদিক খুশি বর্ষায় সিক্ত, রিমঝিম, রিমঝিম। জন্মদিন।
মনে মনে আনন্দ, দলে দলে নৃত্য তা ধিন ধিন
হাতে হাতে তোড়া, খোপায় খোপায় ফুল, বাজে সুখে বীন
আজ বাংলার জন্মদিন। তাই ভীড়ে ভীড়ে মেলা, চুলে চুলে খেলা
নাকে কানের ফুলে দোলে কিশোরীর মন রংগিন, জন্মদিন। তাই
লোকে লোকে মিছিল, চাপাচাপি ভেলায় ভাগাভাগি বেলায়
পথে পথে বাংগালীর ভাষায় ভাষায় সর্তকতা,.... sorry, Excuse Me!
ফোনে ফোনে মেমরী হেড ফোনে বর্গিগান, ঠোটে ঠোটে বিড়ি
নয়ন নয়নে কি যেন কাড়াকাড়ি, খোলা পিঠ, ব্যস্ত হাতে বাড়াবাড়ি
অভদ্রতা সীমায় ভদ্রতার একটু নাড়ানাড়ি, ...,.... sorry, Excuse Me!
আজ বাংলার জন্মদিন, তাই ঢেউ-এ ঢেউ-এ গান, বিন্দুতে কবিতা
বাতাসে সুর, চাতালে তন্বীর খালিপায়ে নাচ, চারদিকে আনন্দ
চারদিকে ভীড়, ভীড়ে একটি মৃদু আওয়াজ, ...,.... sorry, Excuse Me!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।