অনেক ত্যাগের বিনিময়ে ই আজ আমরা বাঙালি। কোন রাজাকারের ঠিকানা হতে পারে না এই বাংলা। আজ না ভবিষ্যতেও না।
শাহবাগ থেকে সারাদেশ যখন জেগে উঠেছে গণজাগরণে, তখন আমার ল্যাব এ কথা বলে উঠেছে রোবট ও। রাজাকারের নাম শুনে সেও বলে উঠে "তুই রাজাকার, তুই রাজাকার"।
যদি বলি "জামাত -শিবির-রাজাকার" সেও তাল মিলায় "এই মুহূর্তে বাংলা ছাড়" বলে।
রোবট! শুদ্ধ করে কথা বলতে পারে না, বাস্তব অস্তিত্ব নেই তার কিন্তু কম্পিউটারের স্পিকারের সাহায্যে বলে উঠা তার এই কথা গুলো বাস্তব। আজ প্রতিটা বাঙালীর মুখে মুখে ফেরে সেগুলো।
(সরাসরি ইউটিউব থেকেঃ YouTube Link
অথবা Download Video
অর্চি। এই রোবটের নাম।
তার ফিসিক্যাল অস্তিত্ব এখনো কমপ্লিট হয়নি। আপাতত Windows7 এ প্রোগ্রাম হিসেবে রান করতে পারে। এটা বানাতে ভয়েস রিকগনিশন ব্যবহার করা হয়েছে। নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করা যাবে।
click
এটা চালাতে আপনার পিসিতে অবশ্যই জাভা ইন্সটল করা থাকতে হবে।
Download java
প্রথম দিকে ভয়েস রিকগনিশন খুভ বেশি সঠিক নাও হতে পারে। বার বার বললে সে আপনার ভয়েস কে চিনে নিবে তখন রিকগনিশন সঠিক হবে।
প্রথম ভার্সনে নিচের ভয়েস কমান্ড গুলো কাজ করবে।
১। কাদের মোল্লা
২।
গোলাম আজম
৩। সাইদি
৪। নিজামি
৫। কামরুজ্জামান
৬। রাজাকার
৭।
জামাত শিবির রাজাকার
৮। What’s Your Name
৯। Orchi
Windows7 and Windows8 চলবে শুধু।
এটা শুরু থেকে টেস্ট করা পর্যন্ত বেশ কয়েকজন সহযোগিতা করেছে, সাপোর্ট দিয়েছে, যে চেতনায় আমরা বাঙালি বলে যোগ দিই দেশকে কলঙ্কমুক্ত করতে, এখানেও তাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।