আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগের গণজাগরণে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলছি--

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ... যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলছি, "দাবীটাকে আপাতত একমুখী রাখুন"------- বহুমুখী দাবীতে আপাতত যাবেন না। আজ অনেককেই বলতে শোনা যাচ্ছে ইসলামী ব্যাংক, দিগন্ত টিভি, রেটিনা, ফোকাস ইত্যাদি বর্জন করুন। আজ শাহবাগে যারা প্রতিদিন যারা জড়ো হচ্ছে তাদের মূল দাবী কিন্তু যুদ্ধাপরাধীদের ফাসির দাবী-- ইসলামী ব্যাংক কিংবা দিগন্ত টিভি বন্ধের দাবি না! চাইলেই এখন ইসলামী ব্যাংক মানুষ বর্জন করতে পারবে না-- মনে পড়ে জামাতিরা আমেরিকান পন্য বর্জন করার ডাক দিয়েছিলো? এই দাবীর সাথে কি কোনো মিল খুজে পান? যাই হোক, কেনো বর্জন করা এখনই সম্ভব নয় সে নিয়ে আমি লিখতে চাচ্ছি না। আমার এই লেখার মূল কথা হলো আন্দোলনটাকে আপাতত একমুখী রাখুন-- যুদ্ধাপরাধীদের ফাসি চাই, তাদের ফাসি নিশ্চিত করুন-- এই দাবী আদায় হওয়ার পর অন্য দাবীগুলো নিয়ে আপনারা বৃহত্তর আন্দোলন করবেন, এই আশাই রাখি--- একটি সফল আন্দোলনের অপেক্ষায় আছে পুরো জাতি--- আমার বিশ্বাস আপনারা পারবেন-- তবে বেশী দেরী করবেন না, এই সপ্তাহের মধ্যে যেনো সাইদীর রায় দেয়ার ব্যাবস্থা করা হয়, সেজন্য যা যা করা দরকার খুব শীঘ্রই তা তা করেন ফেলুন-- প্রয়োজনে সরকারের উপর চাপ প্রয়োগ করুন-- আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সবাইকে স্যালুট-- রাজাকারের ফাসিঁ চাই, ফাসিঁ ফাসিঁ ফাসিঁ চাই---

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।