আমাদের কথা খুঁজে নিন

   

ভাইরাসের ভয় ছাড়া ই-মেইল চেক এবং ইন্টারনেট ব্রাউজিং

লেখালেখির অভ্যাস কোনোকালেই ছিল না। আমি শুধু পড়তে এসেছি

ভাইরাসের কারনে অপরিচিত এ্যাড্রেস থেকে আসা ই-মেইল চেক করতে ভয় পাই। অনেক সময় এ্যাটাচমেন্ট ফাইল ওপেন করি না। আবার অনেকে ক্র্যাক সফটওয্যার ইউজ করে ভাইরাসে আক্রান্ত হই। একটি ছোট প্রোগ্রাম আছে Sandboxie।

এটা ব্যাবহার করে সহজেই এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। এটি ইন্সটল করে নিলে নিরাপদ ভাবে ই-মেইল এর অ্যাটাচমেন্ট চেক করর যাবে। আবার যেসব সাইট সন্দেহজনক সেগুলাও ব্রাউজ করা যাবে। এছাড়া যেকোনো প্রোগ্রাম এই সফটওয্যারটি দিয়ে টেস্ট করা যায় ভাইরাসের ভয় ছাড়া। যেসব প্রোগ্রাম এই সফটওয্যারটি দিয়ে চালানো হয় সেগুলোকে কম্পিউটার এ কোনো পারমানেন্ট চেঞ্জ করতে দেয় না।

নিরাপদে ব্রাউজ করতে চাইলে আপনার ব্রাউজারটি এই সফটওয্যার দিয়ে ওপেন করে কাজ করুন তাহলেই হবে। প্রোগ্রাম মেনু থেকে Sandboxie তে যেয়ে Run web Browser Snadboxed এ ক্লিক করে ব্রাউজার চালান। এখন আপনার ব্রাউজার সুরক্ষিত। ফাইল ডাউনলোড করে চেক করে তবে পারমানেন্টলি হার্ড ডিস্কে সেভ করতে পারবেন। এছাড়া কোনো প্রোগ্রাম Sandboxie তে চালাতে হলে প্রোগ্রাম এ রাইট ক্লিক করে Run as sandboxed এ ক্লিক করলেই হবে।

এভাবে কীজেনারেটর চালাতে পারবেন। http://www.sandboxie.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.