এতকিছু ... ওই সিনেমার জন্যই...
১.
আকাশ দিয়ে যাহাই উড়ুক
কিছুটা তার মেঘ;
বাকীটা তোমার আবেগ
কিংবা আমার উদ্বেগ।
২.
আমি নাহয় চুপ হয়ে যাই,
একটা নদী কীর্ত্তনখোলা;
সবুজ জলের রুপ হযে যাই।
৩.
নাহয় দিলাম খুলে খাঁচার দরজা;
পাখিটি খুঁজুক মুক্ত আকাশের সাজা।
৪.
সমস্ত মুগ্ধতা চোখে নিয়ে,
গাঙচিলের ডানার মত দুহাত তুলে বসে থাকি;
তুমি আসবেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।