ছোট বেলা। দাদা কলা পাতা কেটে এনে বাঁশের কলম বানিয়ে পাতিলের কালি পানিতে মিশিয়ে কলমটি চুবিয়ে বলতো লেখো। তখন থেকেই লিখছি। স্কুলের এক্সারসাইজ খাতায়, বাবার হিসাবের খাতা, অফিসের পুরানো দিনের একই গথবাধা চিঠি। মাঝে ক' দিন ইনিয়ে বিনিয়ে কিছু চিঠি লিখেছিলাম এক জনকে ।
কিছু দিতে পেরেছি, কিছু পারিনি। উত্তর আসেনি। পত্রিকার পাতায় লেখা পাঠিয়েছি। তার পর অপেক্ষা । হকারের কাছ থেকে প্রতিদিন নিয়ে এ পাতা ও পাতা ।
তাতে নেই। ডায়েরী লিখবো বলে বেশ ঘটা করে কিনেছিলাম দু একটা। তাতে শুধু দু একটা পাতায় লেখা আছে - আজ মন ভাল নেই। ও খানে গেলাম। এত টায় ফিরলাম।
এর চেয়ে বেশি কিছু নয়। অবশেষে ডায়রী গুলো ছোট বোনের গানের খাতা অথবা বাজারের হিসাব লেখার জন্য পাতা ছিড়ে প্যাডের কাজ। এক ছোট ভাই বললো ব্লগে লিখতে পারেন- সাথে সাথে প্রচার। প্রচারের জন্য নয়, ছাপার অক্ষরে নিজের লেখা দেখার বড় লোভ হয়। তাই কলা পাতা থেকে কি বোর্ড দেখি কি হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।