আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ কোনদিন ব্যর্থ রাষ্ট্র হবে কিনা জানিনা-তবে ঢাকা বোধহয় ব্যর্থ শহর হওয়ার পথে...

জীবন অনেক দামী..কাজ প্রচুর...সময় কম।
জলাবদ্ধতা, যানজট, পানি সংকট,গ্যাস সংকট লোডসেডিং এর কথা না হয় বাদই দিলাম অসমতল রাস্তা, এবড়ো থেবড়ো ফুটপাথ- পায়ের নিচে গর্ত, পিছনে হঠাৎ ধেয়ে আসা মটর সাইকেল হকারদের হরেক রকম পসরা, ফুট রাখার পাথ টা কোথায় ? অগত্যা পথচারীরা মূল সড়কে নিজেই একেকজন ট্রাফিক, ব্যস্ত সড়কে হাতের ইশারায় গাড়ি দাড় করিয়ে যখন তখন পার হওয়া ওদিকে গড়ে ওঠে নতুন নতুন ফুটওভার ব্রিজ, খাঁ খাঁ । । যেখানে খূশী পার্কিং, যত্র তত্র দোকান, যেখানে সেখানে বাজার। পরিবেশ বান্ধব (?৫/১০/১৫)লক্ষ রিকশা ! রাস্তা বান্ধব কি ? ডান বাম কিছুই নেই, রাস্তার মাঝখান জুড়ে বীরদর্পে চলা কি করবি আমার ? আমি তোর খাই না পড়ি ? ৬ মাস গরু নিয়ে হালচাষ, ৬ মাস রাজধানীতে রিকশা চাষ ! ছুটে চলা মানুষ অফিসওয়ালা ! ব্যবসাওয়ালা ! ফেরীওয়ালা ! জনতার ভিড়ে টাউট বাটপার পকেটমার হাইজ্যাকার চালিয়ে যাচ্ছে অফিস; দিনে, রাতে, সবখানে গ্রাম থেকে মানুষের স্রোত শহরমুখী ঝাকে ঝাকে গার্মেন্টস কর্মী শিল্প নগরী ! বন্দর নগরী !! গার্মেন্টস নগরী !!! যেমন খুশী তেমন চলার স্বাধীনতা আহা কি আনন্দ ! ঢুসোঢুসি, গুতোগুতি,গালাগালি কে কার আগে যাবে, চলছে প্রতিযোগিতা অসহায় সিগন্যাল বাতি, জ্বলছে, নিভছে যেন সৌর-বিদ্যুত চালিত, লোডশেডিং এ কোন ভূমিকা নেই।

দুই হাত প্রসারিত ট্রাফিক পুলিশ, হাতের ফাক গলে বেরিয়ে যাচ্ছে গাড়ি-ঘোড়া যতক্ষন না বিপরীত দিকের গাড়ি-ঘোড়া এসে ঠেকিয়ে দেয় এদের মুখোমুখি কিছুক্ষন দাঁড়িয়ে থাকো, পিছনে ঘামের পর ঘামে ভিজে যাচ্ছে হাজারো মানুষ এমবুলেন্স এর নিস্ফল সাইরেন, গাড়ির হর্ন, আমার হর্ণ আমি দেব, যত খুশী তত দেব ! কে কার খেয়াল রাখে ? ট্রাফিক সার্জেন্ট ব্যস্ত চাদা তোলায়, মিনিবাস ব্যস্ত যাত্রী তোলায় রাস্তার মাঝখান থেকে। চকচকে নিত্যনতুন মডেলের গাড়ির প্যা-পো, বিএমডাব্লিউ, ফোর্ড, মার্সিডিস প্রতিটা মোড়ে, প্রতিটা কোনে, খালি গায়ে বাড়ানো হাত, চলমান মার্কেট...... পপকর্ন, ২ দিন আগে পাবলিশ হওয়া ইংরেজী বই, কি নেই সেখানে ? হঠাৎ গজিয়ে ওঠা মার্কেট, হঠাৎ ভেঙে ফেলা সেই গলির মধ্যে দোতলা বাড়িটা ঘড় ঘড় শব্দে এখন সেখানে গড়ে উঠবে দশ তলা পাশের বাড়ি,সামনের বাড়ি; তারাই বা কম যায় কিসে ? ইট বালি, সিমেন্ট, কাদা সব সেই সরু গলি তে ঢাই কর। ৪টা বাড়ির লোকেরা যেই সরু গলি দিয়ে বেরুতে পারত না সেই গলি দিয়ে এখন ৪০টা বাড়ির লোকে ঢুকবে আর বেরুবে। অতিথি গাড়ি ? উ হু ! গেস্ট পার্কিং বাইরে ! বাইরে ? কার মাথার পড়ে ? মার্কেটের উপর হাসপাতাল হাসপাতালের উপর ইউনিভার্সিটি ইউনিভার্সিটির উপর অফিস অফিসের উপর বাড়ি বাড়ির উপর গার্মেন্টস আজীব !! কে দেখবে এগুলো ? তাদের সেকেন্ড হোম তো লন্ডন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া তাদের হসপিটাল, মার্কেট সব ই তো বাইরে। সেই চির চেনা খেলার মাঠ টা ? সেই একটু ডোবা মতন জায়গা টা ? সেই খোলা হাওয়া ? সে কি ! সব ভরাট ! ঢাকা পড়ে যাচ্ছে ঢাকা ।

কবে ঘোষনা করা হবে এটিকে ব্যর্থ শহর হিসেবে ? পরের পর্বঃ বাংলাদেশ কোনদিন ব্যর্থ রাষ্ট্র হবে কিনা জানিনা; তবে ঢাকা বোধহয় ব্যর্থ শহর হওয়ার পথে(২)...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.