রাস্তা দিয়ে হাঁটতেসিলাম,
খাইতেসিলাম কোক
মেজাজ আমার বিগড়া’ গেল
পড়লো যখন চোখ
দুই কুকুরে ঝগড়া করে,
বেদম ফাটায় গলা
এমন চেঁচান চেঁচাইতাসে,
কানটা ঝালাপালা
ক্যানটা কোকের মার্সি ছুড়ে,
ভাগ্ ফাজিলের দল
খায়া দায়া কাজ পায় না,
পাকায় গন্ডগোল
এ তো গেল আগের কথা,
আজ কি হলো বলি
আয়েশ করে দেখবো বলে
টেলিভিশন খুলি
দেশের খবর চলতেসিলো,
ছবি সহকারে
দেখতে দেখতে মেজাজ আমার
আবার গেল চড়ে
ভাগ্য ভালো, ক্যান বা কিছু
ছিল না আর হাতে
নাহয় আবার লাগতো কেনা
টিভি ধার-দেনাতে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।