জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
আগে একটা লম্বা কৈফিয়ত দিয়া লই।
লুল এখন ব্যাপক প্রতিষ্ঠিত বিষয়। লুল সাহিত্য, লুল সংকলন,লুলেকশনারী ও লুলেষণা ইত্যাদি চলছে।
Click This Link
কিন্তু ফুলদের কী হইবে ? সে কথা কেহ ভাবিতেছে না। উহারা কি নীরবেই ঝরিয়া পড়িবে ? তা তো হইতে পারে না।
তাই ফুলদের জন্য সামুর ইতিহাসে প্রথমবারের মতো লেখা। কেবল ফুলদের জন্য। লুলরা এখানে প্রবেশ নিষেধ। এই পর্যন্ত প্রবেশ করিয়া থাকলেও এক বর্ণ আর আগাইবেন না। থামেন, ইহা আপনার জন্য জন্য নয়।
কেবল ফূলদের জন্য। ফূলদের অধিকারে লোল ফেলিবেন না। এক্ষুণি দূর হয়া যান।
ফুল কারা ?
নারীর গন্ধমার্কা নিক লইয়া যারা ভাইয়া ভাইয়া কইরা ফেনা তুলিতেছে মুখে এবং যাহাদের ভাত খাইয়াছি, হাত ধুইয়াছি ধরনের পুষ্ট পড়িতে লুলেরা ঝাপাইয়া পড়িতেছে তাহারাই ফুল ওরফে ফুলবানু।
যাক, ফুলদের জন্য প্রায় কোন পুষ্ট করিতে পারি নাই কেন সেই লজ্জায় পুড়িতেছি।
অবশেষে অনেক খুঁজিয়া ফুলদের জন্য আমার এই বিশেষ পুষ্ট। নিজে পড়ুন এবং অপর ফুলকে পড়ার আমন্ত্রণ জানান। আপনাদের জীবন বদলে যেতে পারে। আমিন।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।