আমি ভূবন
ভালবাসার পাখিরা আসে পাখিরা যায়
আমার হৃদয়ের শস্য ক্ষেতে
সরিষার দানা কুড়িয়ে কুড়িয়ে খায়
ভালবাসার পাখিরা আসে পাখিরা যায়।
ঘটে যাওয়া অতীতের বিষাদের স্মৃতি নিয়ে
উড়ে আসে দুরে বহু দুর থেকে
আমার সরস বুকে ঝাঁপটা মেরে
দুঃখ ব্যধনা হতাশার গল্প শোনায়
ভালবাসার পাখিরা আসে পাখিরা যায়।
আমার জমির উর্বর ভুমিতে সতেজ ফসলের
যখন যৌবনের ছড়াছড়ি, কুঁড়িতে কুঁড়িতে মধু
ভ্রমরেরা এসে কাছে ঘেঁসে, অমৃত সুধা মেটায়
ভালবাসার পাখিরা আসে পাখিরা যায়।
আজ ফসলের মাঠে দারুন খড়া
হৃদয়ের কড়া কেউ আর নাড়ে না
বৃষ্টি নেই উর্বরতা নেই
বিদীর্ণ বুক চৌচির, নিস্তেজ অসহায় পিপাসায়
ভালবাসার পাখিরা আসে পাখিরা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।