আমাদের কথা খুঁজে নিন

   

এ বিরল ভালবাসা কি কেউ দেখেছে?

জীবন........ শাহবাগের এ দৃশ্য দেখে আমার চোখের পানি আটকিয়ে রাখতে পারিনি। এ যেন '৭১ সালের পুনরাবৃত্তি ঘঠছে। এক ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে টাকা জমিয়ে চিরা আর গুড় কিনে শাহবাগে আন্দোলনকারীদের খেতে দিয়ে দিয়েছে!!! দেখ বীর বাঙ্গালী দেখ, এ দৃশ্য দেখলে তোমার চোখের পানিও আটকে রাখতে পারবে না। এভাবে এক বৃদ্ধলোক রাস্তা থেকে শুকনো খাবার কিনে এনেছে শাহবাগের এই আন্দোলন কারীদের জন্য। কেউবা বাড়ি থেকে নাস্তা তৈরি করে আনছে, কেউবা এক প্যাকেট বিস্কুট এক বোতল পানি নিয়ে আন্দোলন কারীদের মধ্যে ভাগ করে দিচ্ছে।

কেউবা রাস্তায় বসে আন্দোলন কারীদের কেউ অসুস্থ হলে তাকে প্রাথমিক চিকিৎস্থা দিচ্ছে । এক কথায় এ যেন মুক্তিযুদ্ধের আরেক গল্প। ৭১ এর মুক্তিযুদ্ধ আমরা দেখিনি, কিন্তু নিজের চোখে দেখছি কিভাবে মানুষ একে অপরকে সাহায্য সহযোগিতা করেছে। কিভাবে ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে স্বাধীন করেছে। এখন আমার সামনে যেন '৭১ ভেসে উঠেছে ।

এ যেন মহান মিলন মেলায় পরিণত হয়েছে। অথচ আন্দোলনের আগেও হয়ত কেউ কাউকে চিনত না। তাই এখন বলতে ইচ্ছে করছে, কে বলেছে আমি মুক্তিযুদ্ধ দেখিনি । দেখেছি যুদ্ধের ময়দানে কিভাবে একে অপরকে সাহায্য করতে পারে, কিভাবে ঐক্যবদ্ধ আন্দোলন করে দেশকে শত্রুমুক্ত করতে পারে, কিভাবে যুদ্ধের মাঠে সবার মনোবল চাঙ্গা রাখতে পারে, অপদিকে, কিভাবে রাজাকারেরা পাকিস্তানীদের গোলামী করতে পারে, কিভাবে নিজের দেশের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, কিভাবে ঐক্যবদ্ধ আন্দোলনকে নস্যাৎ করার ষড়যন্ত্র করতে পারে, কিভাবে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে অপপ্রচার চালাতে পারে? এসব কিছু দেখার খুব ইচ্ছে ছিল। আজ আমার সব স্বপ্ন পূরণ হয়েছে।

'৭১ সালে ওরা আমাদের স্বাধীনতাকে যেমন গলাটিপে হত্যা করতে পারেনি, আজও পারবে না ইনশাআল্লাহ। আমরা জয়ী হবই। জয় বাংলা, বাংলার জয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।