সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মনির আহম্মদ নামে এক লোক। ১০ হাজার মার্কিন ডলার বা ৭ লাখ টাকা কুড়িয়ে পেয়েও তিনি জমা দিয়েছেন পুলিশের কাছে। বুধবার বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদে এ ঘটনা ঘটে। সিএমপি কমিশনার মোহাম্মদ আবুল কাশেম শীর্ষ নিউজ ডটকমকে জানান, মনির আহম্মদ বিকেলে আগ্রাবাদ ফুটপাতে হাঁটার সময় ডলারের বান্ডিলটি কুড়িয়ে পেয়ে বিষয়টি টহল পুলিশকে জানান। ডলারসহ মনিরকে কোতোয়ালী থানায় নিয়ে আসে পুলিশ
রাতে নেয়া হয় সিএমপি কার্যালয়ে। গণনায় দেখা যায় ওই বান্ডিলে ১০ হাজার মার্কিন ডলার বা সাত লাখ টাকা আছে। এতো টাকা কুঁড়িয়ে পেয়েও পুলিশের কাছে জমা দেয়ায় মনির আহম্মদ সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার আবুল কাশেম। তিনি মনিরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আর্থিক পুরস্কার দেন।
ওই ডলারের মালিককে উপযুক্ত প্রমাণসহ ডবলমুরিং থানার ওসির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে সিএমপি পুলিশ
Source: শীর্ষ নিউজ ডটকম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।