সেন্টার ফর কমিউনিটি ইনফরমেশন এন্ড ক্রিয়েটিভ মিডিয়া
অন্যমাত্রা কবিতাকে পাঠকের দোর গোড়ায় পৌঁছে দেয়ার জন্য কাজ করে।
অন্যমাত্রার দীর্ঘ নয় বছরের পথ চলায় অনেক খ্যাত-অখ্যাত কবিদের পথের সাথী হতে পেরেছে। এবার সেই সব কবিদের নিয়ে অন্যরকম পরিকল্পনা নিয়েছে অন্যমাত্রা।
অনেক কবিই আছেন যারা ব্লগে লেখার সুযোগ পায় না বা ইচ্ছে করেই ব্লগে লেখেন না। সেই সব কবিদের কবিতা প্রকাশ করবে অন্যমাত্রা।
তাই এখন থেকে দূর কবিদের কবিতা অন্যমাত্রায়...
নীলাভ আকাশ
হৃদয় যেখানে সেখানেই তোমার বসবাস
হয়তো আমার চোখেই দেখবে হঠাৎ
ভালোবাসার অসীম নীলাভ আকাশ।
আমার ভুবনে শুধু তুমি আছো বলে
অনন্ত সুখেরা দেখা দিয়ে যায়
প্রতিটি মূহুর্তে, প্রতি পলে পলে।
তোমার মাঝেই খুঁজে নিয়েছি ঠিকানা
পর হয়ে যেওনা কভু, কোনো সময়
তুমি আমারই মনের একান্ত সীমানা।
তুমি হয়তো জানোনা তোমাকে ছাড়া
পৃথিবী শূণ্য, নিশ্চল বৈচিত্রহীন
মনের আকাশ থেকে নিভে যায় শুকতারা।
শুধু তুমি যদি থাকো আমারই পাশে
সব কিছু আলোয় আলোকিত হবে
জীবনটা ভরে যাবে সুখের আভাসে।
[ ডালিয়া নূর, মনোহরদী, নরসিংদী ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।