আমাদের কথা খুঁজে নিন

   

অন্যমাত্রার কবিতা ভাবনা: আজকের কবি আবু তালিব সুজন

সেন্টার ফর কমিউনিটি ইনফরমেশন এন্ড ক্রিয়েটিভ মিডিয়া

অন্যমাত্রা কবিতাকে পাঠকের দোর গোড়ায় পৌঁছে দেয়ার জন্য কাজ করে। কবিতা তো সাবাই পড়ে, তারপর আবার কবিতাকে পাঠকের কাছে পৌঁছানোর কি আছে? আমাদের দেশে কবির সংখ্যা অনেক, পাঠকের সংখ্যা অনেক কম। সবাই কম বেশি কবিতা লেখে। কারও প্রকাশিত হয় আবার কারোটা হয়না। সুবিধা বঞ্চিত কবিদের পাশে অন্যমাত্রা সব সময় থেকেছে।

তার ধারাবাহিকতায় প্রকাশ করে ভাঁজপত্র, ম্যাগাজিন, গ্রন্থ। সেই থেকেই নবীন-প্রবীন কবিদের কবিতা প্রদর্শনীর ভাবনাও অন্যমাত্রার। অন্যমাত্রার দীর্ঘ নয় বছরের পথ চলায় অনেক খ্যাত-অখ্যাত কবিদের পথের সাথী হতে পেরেছে। এবার সেই সব কবিদের নিয়ে অন্যরকম পরিকল্পনা নিয়েছে অন্যমাত্রা। অনেক কবিই আছেন যারা ব্লগে লেখার সুযোগ পায় না।

সেই সব কবিদের কবিতা প্রকাশ করবে অন্যমাত্রা। তাই এখন থেকে দূর কবিদের কবিতা অন্যমাত্রায়... আজকের কবি: আবু তালিব সুজন তুমি বিষয়ক পংক্তিমালা ০১. তুমি আমার সুখে দুঃখে জীবন চলার সাথী রাতের বেলা অন্ধকারে সূর্য সম বাতি। তুমি আমার স্বপ্ন দেখার একটু ভরসা তোমার শূণ্যতা চেয়ে আনে শুধুই দূর্দশা। ০২. তোমার উপাস্থতিতে অগোছালো কথামালা হয় কবিতা, তোমার রিক্ততা অন্ধকার দেখায় দিবস সবিতা। [ আবু তালিব সুজন, সুনামগঞ্জ, সিলেট।

]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।