আমাদের কথা খুঁজে নিন

   

অন্যমাত্রার কবিতা ভাবনা, পর্ব-০৩: আজকের কবি গাজী মুশফিকুর রহমান লিটন

সেন্টার ফর কমিউনিটি ইনফরমেশন এন্ড ক্রিয়েটিভ মিডিয়া

অন্যমাত্রা কবিতাকে পাঠকের দোর গোড়ায় পৌঁছে দেয়ার জন্য কাজ করে। অন্যমাত্রার দীর্ঘ নয় বছরের পথ চলায় অনেক খ্যাত-অখ্যাত কবিদের পথের সাথী হতে পেরেছে। এবার সেই সব কবিদের নিয়ে অন্যরকম পরিকল্পনা নিয়েছে অন্যমাত্রা। অনেক কবিই আছেন যারা ব্লগে লেখার সুযোগ পায় না। সেই সব কবিদের কবিতা প্রকাশ করবে অন্যমাত্রা। তাই এখন থেকে দূর কবিদের কবিতা অন্যমাত্রায়... কী লাভ কী লাভ তোমার যদি তুমি তোমার হৃদয় দেবতার বুকে লাথি মেরে সমস্ত সৃষ্টির পূজো করো কী লাভ তোমার যদি তোমার মা'র হাতে তৈরি খানা না খেয়ে প্রবাসী হোটেলে বসে কফি খাও কী লাভ তোমার তুমি যদি তোমার নিজের খবর না রেখে গোটা বিশ্ব বিচরণ করো কী লাভ তোমার তুমি যদি তোমার প্রেমিকের কাছ থেকে কেবল প্রেম ছাড়া আঘাত না পাও। শিক্ষক, চিত্তরঞ্জণ কটন মিলস উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।