কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
বিনিয়োগ নামক একটি মুলা ঝুলে আছে গাধার সামনে। সেই মুলা দেখে গাধাটি আস্তে আস্তে এগুচ্ছে।
তেল গ্যাস উত্তোলন /অনুসন্ধানকারী কোম্পানী ছাড়া আর কোন বিদেশী বিনিয়োগ প্রায় একযুগের অধিক সময় ধরে বাংলাদেশে আসছে না।
যদিও রাজনৈতিক অস্থিরতাকে অনেক অংশে দায়ী করা হয়। কিন্তু আসলে তা নয়।
বিনিয়োগ পুর্ববর্তী আমলাতান্ত্রিক জটিলতা বিনিয়োগ নিরাপত্তা সহ উদ্যোগতাদের পড়তে হয় নানা ধরনের ঝুট ঝামেলায়।
প্রকৃত বিনিয়োগকারীরা একসময় পিছু হটে যেতে বাধ্য হয়।
যাদের পদচারনা , যে বেনিয়ারা আমদানী নির্ভরতা বাড়াতে শিল্প উদ্যোগ ব্যার্থ করতে সরকারী নানা চ্যানেলে বিভিন্ন সুবিধা দিতে তৎপরতা দেখা যায়। সেই আমলাদের বিভিন্ন বিদেশী প্রতিষ্ঠানের পরামর্শক এমনকি বিশ্ব ব্যাংক, আই এম এফ, এ, ডি , বি তে চাকুরির প্রলোভন দেয়া হয়।
অনেকে আমদানী পন্যের উপর তাদের মুনাফা বিদ্যমান।
তারা % পেয়ে থাকে।
যদি শিল্প হয়। গ্যাস বিল যদি সরকার পরিশোধ করে। বিদ্যুৎ বিল যদি সরকার পরিশোধ করে। জমির খাজনা ক্ষমা করে দেয়।
তবুও সরকারের কোন ক্ষতি হবে না। কারন ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই ক্ষতি পুষিয়ে নেয়ার সূযোগ পাবে সরকার।
কিন্তু তা না করে আমাদনী নির্ভরতা মুনাফা লোভি বেনিয়া গোষ্টি ইষ্ট ইন্ডয়া কোম্পানীর অনুরুপ ক্ষমতা সৃষ্টি হওয়ার সূযোগ দেয়া হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।