আমাদের কথা খুঁজে নিন

   

সাকিবের মাথার মাপে হেলমেট চাই

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির অবসান চাই। এই জয়ে অভিনন্দন দিতে না পারার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। কারন ওয়েষ্ট ইন্ডিজ যে দলের বিরুদ্ধে জয়লাভ পাওয়া গেল তাতে পরিতৃপ্তি পাওয়া গেল না। তাদের হারাতে অনেক ঘাম ঝরাতে হলো্। আরো অনেক ব্যাবধানে যদি জয়লাভ করা যেত তাহলে ভেবে দেখা যেত।

ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তহীনতা এবং দলনেতা নির্বাচনে অবহেলা এতো যোগ্য একজন দলনেতা থাকতে তাকে তারা চোখে দেখলো না। তার মাথা ছোট বলে একটা হেলমেট বানাতে পারে না। বোর্ডের কর্মকর্তাদের মাথাগুলো বেশী মোটা আকৃতির । এই জন্যে সাকিবকে তাদের চোখে লাগে না। কেউ আশ্চর্য হতো না বাংলাদেশ হেরে গেলে।

তবে সাকিব আল হাসান রকিব আল হাসান দের ধন্যবাদ পরাজয় ঠেকিয়ে দেয়ার জন্য। এতে আহলাদে আঠকানা হয়ে তাদের যেন আবার মাথায় তুলে না নেই। তাদের টার্গেট দিতে হবে যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারো তাহলে এই দেব সেই দেব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।