বড়াইগ্রাম(নাটোর) উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে এই ব্লগে আলোচনা করা হবে। বেশী করে নিমগাছ লাগান, আপনার পরিবেশ ভাল থাকবে।
নাটোরের বেগম খালেদা জিয়া কলেজের মনোবিজ্ঞানের প্রভাষক আনিসুর রহমান আরিফকে শনিবার রাত ১০টায় কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার প্রতিবাদে বনপাড়া বাজার বনিক সমিতি পৌরএলাকায় গতকাল রবিবার দুপুর ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন ও শোক র্যালির আয়োজন করে। ঘটনার সময় তাদের নিকট থেকে ছিনিয়ে নেয়া মোটরসাইকেলটি গতকাল সকালে এলাকার মানুষ ঘটনাস্থলের পাশের একটি আখের জমি থেকে উদ্ধার করেছে।
স্থানীয় লোকজন মোটরসাইকেল ছিনতাইকারীদের হাতে আরিফ খুন হয়েছে বললেও নিহতের চাচা প্রভাষক লুৎফর রহমান দাবী করেছেন, অংশীদারদের সাথে মাছ বিক্রির ৩ লাখ টাকার হিসাব ও বনপাড়া বাজারের ১২ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। তিনি আরোও জানান, বনপাড়া বাজারের বিপনী বিতান নামে আরিফদের বইয়ের দোকান থেকে আরিফের দুই বন্ধু মিঠু ও বিদ্যুৎ তাকে সন্ধ্যায় ডেকে নিয়ে যায়। ঘটনার সময় আরিফ নিহত হলেও তার অপর দুই সঙ্গী সামান্য আহত হয়। ফলে ধারনা করা হচ্ছে এরা এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে।
পুলিশ জানায়, শনিবার রাতে নিহত আরিফ স্থানীয় দুই বন্ধু শরিফুল ইসলাম মিঠু ও বিদ্যুৎ কুমার সরকারের সাথে মোটর সাইকেল চালিয়ে কাদিরাবাদ সেনানিবাস এলাকা থেকে বাড়ি ফিরছিলো।
পথে বনপাড়ার শ্রীখন্ডি মাঠে কয়েকজন লোক তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় আরিফকে গলায় গামছা বাধিয়ে টেনে হিচড়ে নামিয়ে পাশের আখ ক্ষেতে নিয়ে গিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। আরিফ বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের আফতাব হোসেনের ছেলে। এই ঘটনায় আহত বনপাড়ার সাবেক চেয়ারম্যান খলিলুর রহামানের ছেলে বনপাড়া কৃষি কারিগরি কলেজের প্রভাষক শরিফুল ইসলাম মিঠু এটাকে ছিনতাইয়ের ঘটনা বলে দাবী করেছেন। বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।
সাধারন ছিনতাইয়ের ঘটনায় সচরাচর এতটা আঘাত দিতে দেখা যায় না। নিহতের লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর আজ বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল বিকেলে এই প্রতিবেদন লেখার সময় নিহতের চাচা লুৎফর রহমান বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।