পড়তে পড়তে পাঠক ই রয়ে গেলাম
সারাদিন মাঠে দৌড়াদৌড়ি করে ক্লান্ত আশরাফুল ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো - চারিদিকে রানের বন্যা। সাংবাদিক দের দৌড়াদৌড়ি, সবার হাতে বাজারের পচা ডিম (আন্ডা)। পরদিন সকালে ঘুম ভেঙ্গে দেখে পচা ডিম এর বন্যা। দাত ব্যথা নিয়ে ব্রাশ করতে করতে দিনের কর্মসুচী ঠিক করলো, নিম্নরুপ -
১। বড় ভাইদের জন্য কয়েক টন পাম অয়েল কেনা।
২। দ্রৌপদীর বস্ত্রহরনের মতো নিজের লজ্জাহরন হয়েছে ঘোষনা দেয়া।
৩। কতো তাড়াতাড়ি এসি রুম এ ফিরে আসা যায় তা নিয়ে সুগভীর চিন্তা করা।
৪।
রান না করে ও কিভাবে এনজয় করা যায় তা নিয়ে গুছিয়ে বক্তব্য দেয়া।
৫। জিম এ গিয়ে নিজের উচ্চতা বাড়ানোর জন্য সচেষ্ট থাকা।
৬। তাড়াতাড়ি দলের ১২টা বাজিয়ে শপিং মলে যাওয়া।
৭। ইচ্ছা হলে কিছু রান করা।
৮। যদি এটা ই শেষ বার হয় ভেবে ক্যারাবিয়ান ঘুরে দেখা।
৯।
শ্রীলংকা ট্যুর এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা।
১০। দেশে ফিরে ই কোন কোন বিজ্ঞাপন করতে হবে সেই শিডিউল নিয়ে চিন্তায় মগ্ন হওয়া।
১১। এখন আর spoken english এর দরকার নাই ভেবে কোর্স ফি ফেরত চাওয়া।
১২। হায়দার ভাই এর "ফাইস্যা গেছি" গানটা নিজের জন্য dedicate করতে অনুরোধ করা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।