আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিন ঘাঁটিতে তালেবান হামলা

তালেবান জঙ্গিরা আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে পাকিস্তান সীমান্তের কাছে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নাঙ্গাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আহমাদ জিয়া আবদুলজাই সংবাদ মাধ্যমকে জানান, সোমবার সকালে ভারি অস্ত্র-শস্ত্রে সজ্জিত জঙ্গিরা তোরখাম এলাকায় অবস্থিত ওই ঘাঁটিতে হামলা চালায়। এছাড়া, বন্দুকযুদ্ধের শুরুতে বোমা বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। এর মধ্যে একটি আত্মঘাতী হামলা ছিল বলে ধারণা করা হচ্ছে।

এ হামলার দায় স্বীকার করে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বিদ্রোহী যোদ্ধারা এই হামলা চালিয়েছে।

তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, ন্যাটোর জন্য রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ রুট জালালাবাদ ও তোরখামের মধ্যকার মহাসড়ক এ সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.