শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
Malwarebytes Anti Malware খুব উন্নতমানের একটি স্পাইওয়ার রিমুভার সফটওয়ার। এই সফটওয়ারটির সাথে আমার পরিচয় ঘটে নাফিস ভাইয়ের (নাফিস ইফতেখার) একটি টেকি পোষ্ট এ। যেদিন পড়লাম সেদিনই ডাউনলোড করে ব্যবহার শুরু করি। সম্প্রতি সফটওয়ারটির নতুন ভার্সন 1.39 বের করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান। 3.5 মেগাবাইট এর সফটওয়ারটি এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
নামানো হয়ে গেলে ইন্সটল করুন। এরপর নিচের এই সাইট টি থেকে সিরিয়াল নাম্বার গুলো কপি করে নিন। কীজেন টিকে অনেক ভাইরাস স্ক্যানার ভাইরাস হিসেবে ডিটেক্ট করে, তাই সিরিয়াল গুলো আলাদা ভাবে কপি করে দিলাম।
এরপর সফটওয়ারটি ওপেন করে Protection নামের ট্যাব এ ক্লিক করুন। রেজিস্টার বাটনে ক্লিক করে ইউজার আইডি ও সিরিয়াল নাম্বার পেস্ট করে OK করুন।
ব্যস, কাজ শেষ!
যারা এখনও Malwarebytes Anti Malware ব্যবহার করেন নি, তারা অন্তত একবার ব্যবহার করে দেখতে পারেন, নিরাশ হবেন না আশা করি।
এখানে একটি কথা বলা প্রয়োজন, খুব দরকার না হলে কোন সফটওয়ারই ক্র্যাক করে ব্যবহার করা উচিত নয়। কেনার সামর্থ্য না থাকলে ফ্রীওয়্যার সফটওয়ার গুলো ব্যবহার করাই ভালো, কোন ঝামেলা নেই। নেটে খুজে দেখবেন, অনেক ভালো ফ্রীওয়্যার সফটওয়ার পাওয়া যায়। সেগুলো ব্যবহার করে দেখতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।