আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবহার করুন অভ্র কীবোর্ডের পোর্টেবল এডিশন

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...

আমরা অনেকেই বাংলা লেখালেখির কাজে অভ্র কীবোর্ড ব্যবহার করি, বিশেষ করে যাদের বিজয় লে আউট এ সমস্যা আছে তাদের জন্য অভ্র সফটওয়ারটির কোন জুড়ি নেই। অভ্র ইন্সটল করে ব্যবহার করতে হয়। তবে অনেকেই হয়ত জানেন না যে অভ্র এর একটি পোর্টেবল ভার্সন রয়েছে। এই পোর্টেবল ভার্সনটি না ইন্সটল করেই ব্যবহার করা যায়। অনেক সময় হয়ত আমাদেরকে সাইবার ক্যাফেতে গিয়ে ইন্টারনেট ব্যবহার করতে হয়, বা এমন কম্পিউটার ব্যবহার করতে হয় যেটার এডমিনিসট্রেটর অ্যাকাউন্ট বন্ধ থাকায় কোন সফটওয়ার ইন্সটল করা যায় না।

সেক্ষেত্রে অভ্র পোর্টেবল এডিশন হতে পারে আপনার সমাধান। অভ্র পোর্টেবল এডিশনে ভারচুয়াল ফন্ট ইন্সটলার আছে, তাই কোন ফন্ট ইন্সটল করতে হয়না। এই সফটওয়ারটি নিচের লিঙ্ক থেকে নামিয়ে যেকোন আর্কাইভ সটওয়ার দিয়ে আনজিপ করে নিন। এরপর ফাইল ও ফোল্ডার গুলো পেনড্রাইভে কপি করে যেকোন পিসি তে ব্যবহার করুন। নির্দিষ্ট ফোল্ডারে (যে ফোল্ডারে আনজিপ করবেন) গিয়ে আইকনে ডাবল ক্লিক করলেই অভ্র পোর্টেবল রান করবে।

ডাউনলোড করুন অভ্র পোর্টেবল এডিশন ডাউনলোড করুন অভ্র পোর্টেবল এডিশন (মিরর সাইট)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.