আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের দেশকে গালি দিলে, জুতা পেটা হতে পারে!!!

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...

বাংলাদেশ একটি বেড প্লেস এমন কথাটি বললেন একজন বাংলাদেশী আমাদের আটলান্টিস হোটেলের একোয়াভেন্চার ভিজিট করতে এসে। কথা প্রসংগে এমন কথাটি বলে ফেললেন আমাদের কয়েকজন বাংলাদেশীর সামনে। অফিসের ডিউটিতে বলে বেচে গেলেন না হলে হয়ত জুতা পেটা করা যেত, আমাদের সোনার ছেলেরা কদিন আগে খারাপ কথা বলার জন্য এক পাকিস্থানীকে কিছু জুতাপেটা করেছে।। মানুষ এত সহজে ইংরেজীতে কি করে এসব বাজে শব্দ ব্যবহার করে নিজের দেশ সম্পকে`। সকলেরই জানা আছে যে সূদুর চীন , আমেরিকা থেকে ধরে বা পৃথিবীর যে দেশে বাংলাদেশের মানুষ থাকুক না কেন, তাকে মনে রাখতে হবে তার মায়ের দেশ বাংলাদেশ। যদি কারও মায়ের দেশে জন্ম না হয়ে থাকে তাহলে দাদার দেশ। দাদার না হয়ে থাকলে পড় দাদার দেশ। পড়দাদার না হয়ে থাকলে পড়দাদার -পড়ের দাদার দেশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.