আমাদের কথা খুঁজে নিন

   

এন্ড্রয়েডের মোবাইল এবং ট্যাবের সেরা পাচটি ব্রাউজার।

সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি। সবাই ভালো আছেন নিশ্চিই। যাই হোক আজকে আমরা আলোচনা করা আন্ড্রয়েডের জন্য সেরা পাচটি ব্রাউজার নিয়ে। এখনতো মোটামুটি প্রায় অনেকের হাতেই এন্ড্রয়েড সেট অথবা ট্যাব। এখন সেরা পাচটি এন্ড্রয়েড ট্যাবের ডাইরেক্ট গুগুল প্লে ডাউনলোড লিংক দেয়া হল।


ডলপিন: ডলপিন ব্রাউজার এন্ড্রয়েডের অন্যতম একটি সেরা ব্রাউজার। এর কিছু বৈশিস্ঠ হচ্ছে: #ট্যাবযুক্ত ব্রাউজিং. #ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে অন্য বন্ধুদের লিঙ্ক পাঠান. #ভয়েস অনুসন্ধান. #ঠারে সঙ্গে ন্যাভিগেশন. #এক্সটেনশান সমর্থন ব্যবস্থা. #গতি-ডায়াল. ডাউনলোড
অপেরা ব্রাউজার:অপেরাতো এমনিতে একটা হিট ব্রাউজার সকল মোবাইলের জন্য। যাই হোক এর কিছু সুবিধা- #ডাউনলোড বন্ধ হয়ে গেলে আবার পুনরা ফেরা যাবে। #একটা স্মার্ট হোম পেইজ থাকে যাতে দরকারি সাইটগুলোর লিংক থাকে।
ডাউনলোড
গুগুল ক্রোম: গুগুল ক্রোম ও একটি অন্যতম ভাল ব্রাউজারের মধ্য একটি।

এটিতে ব্রাউজিং করতে আরাম দায়ক মনে হয়। ডাউনলোড
ফায়ারফক্স: ফায়ারফক্স সাধারনত কম্পিউটারের জন্য দারুন একটি ব্রাউজার এখন কিন্তু এন্ড্রয়েডের জন্য ও ফায়ারফক্স ব্রাউজার ভালো জনপ্রিয়তা নিয়ে এসেছে।
ডাউনলোড
UC ব্রাউজার : UC ব্রাউজার অন্যান্য মোবাইলের জন্য যেমন জনপ্রিয় তেমনিভাবে এন্ড্রয়েডের জন্য ও এখন জনপ্রিয় হয়ে উঠেছে। এটি ব্যাবহার করেও আপনার কাছে ভালো লাগতে পারে।
   ডাউনলোড
মোবাইল রিভিউ ও সফট ডাউনলোড করার জন্য যেতে পারেন এখানে
অবশেষে সবাই ভালো থাকবেন।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.