যা যা লিখলাম...ভালো করে পড়বেন।
পড়ে কাজ করবেন।
প্রথমে একটা সেটিং তৈরি করে নিন।
Name:As u wish
APN:internet
proxy: 80.239.242.241 অথবা 141.0.11.2.41 (আমি ২য়টা ইউজ করছি)
port:80
আর কিছু পরিবর্তন না করে সেভ করুন।
তারপর ডিফল্ট হিসেবে সিলেক্ট করুন,
মানে সেটিং সেভ হলে ব্যাকে এসে দেখবেন ছোট একটা বৃত্ত আছে,ওটায় টাচ করে সিলেক্ট করে দিন।
এবার এই অপেরা ডাউনলোড করেন।
http://upfile.*mobi/download.php?f=82993&p=&key=f5767d427c51f6eb5c6cd7e6223822e6
((copy the link, delete the '*' and paste it on the browser adress bar)
ইন্সটল করে নেট চালু করুন...তারপর অপেরা ওপেন করে হ্যান্ডেলার মেনু পাবেন।
সেখানে remove port এ √ দিন।
তারপর proxy type: Real Host
Proxy Server: 0.facebook.*com:80 ( delete the '*' )
তারপর সেভ দিলেই ইনশাআল্লাহ অপেরা লোড/ইন্সটল হবে। ইচ্ছামত ব্রাঊজ করুন যে কোন সাইটে।
নরমালি ১৫mb ফাইল ডাউনলোড করতে পারবেন। এর চেয়ে বড় ফাইল ডাউনলোড করতে চাইলে zaceboo.*org এই সাইটে গিয়ে নিচের দিকের খালি বক্সে লিংক পেস্ট করে Go তে ক্লিক করলেই শুরু হবে।
•••••••••••••••••••••••••••••••>>>>>>>
বি.দ্র. : >>>>>>>
# লিংকগুলোর মধ্যে যে স্টার (*) আছে, ওগুলো কেটে দিন।
# অপেরার কাজ শুরু করার আগে সিমের টাকা আর এমবি চেক করে নিন ভালো ভাবে। অপেরার হ্যান্ডেলার মেনুর সেভ হয়ে লোড হলে BBC এর একটা বুকমার্ক পাবেন।
ওটায় ঢুকুন। পুরো লোড শেষ হলে রিফ্রেশ দিন। শেষ হলে হোম বাটন চেপে ডেক্সটপে আসুন। তারপর আবার টাকা আর এমবি চেক করুন। যদি দেখেন কোন কিছুর কানা কড়িরও পরিবর্তন হয়েছে তাহলে বুঝবেন আপনার সেটিংস এর কোথাও ভুল আছে।
বারবার চেক করে ঠিক করে নিন। আর যদি না হয়... তবে
# অপেরা থেকে বের হবার সময় Exit করে বের হলে ভালো হয়।
এজন্য অপেরার setting>advance>exit button> এটায় ক্লিক করে অপশনে এড করে নিন।
#প্রক্সি ২টা আছে যে কোন একটা ব্যাবহার করুন।
# এটা এয়ারটেলেও কাজ করতে পারে (নট সিওর)
এনজয় করুন ফ্রি নেট।
ধন্যবাদ।
কাজ হলে জানাবেন।
ফেসবুকে আমার গ্রুপ -- https://www.facebook.com/groups/android.nishan/
ফেসবুকে পেইজ -- https://www.facebook.com/IloveandroidOS
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।