কোন অনুষ্ঠানে বা কারো সামনে ডায়লগ ঝাড়তে চাচ্ছেন ? পছন্দনীয় ক্যাটাগরী আপনার ফেভারিট অপশন থেকে একটু দেখে নিন।
বাংলা বাণী [ Bangla Bani ]: জ্ঞানী বা বিখ্যাত ব্যাক্তিদের দরকারী বাণী সম্বলিত একটি এ্যাপ । বিভিন্ন বিষয় যেমন জীবন , প্রেম ভালোবাসা নিয়ে বিভিন্ন প্রেক্ষাপটে গুনীজনরা যেসব ভাবগম্ভীর বা মজার মজার মন্তব্য করে গেছেন , তারই একটি কালেকশন বাংলা বানী ।
ক্যাটাগরী:
– আল হাদিস
– জীবন ও সফলতা
– প্রেম ভালোবাসা ও বিয়ে
– নারী
– বিজ্ঞান
– ধর্ম ও নাস্তিকতা
– অনুসরণীয়
– প্রবাদ
আপনি চাইলে আপনার পছন্দনীয় বাণীটি নিবাচিত বা ফেভারিট করে রাখতে পারবেন । আমার মতো মন ভোলা পাবলিকের জন্য এ্যাপটি কাজে দিবে।
এন্ড্রয়েডের এই এ্যাপ টি চালাতে ইন্টারেনট বা বাড়তি কোন পারমিশনের দরকার নেই । সাই মাত্র 1.1 মেগাবাইট । DOWNLOAD ..
[নোট] পৃথীবির সবচে সহজ, গরুর রচনা লিখতে দিলেও আমি হয়তো এক পৃষ্টার বেশি লিখতে পারব না। লেখা-লেখিতে আমি তেমন ভালো না, ১২0 শব্দের নিচে পোস্ট করতে পারছি না, তাই বাড়তি পেচাল। ভুল হলে মাস্টারদের আপনিও মার্ক কম দিতে পারেন , আমি কিন্তু পরীক্ষার খাতা বাসায় দেখাই না ।
:p
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।