আমাদের কথা খুঁজে নিন

   

দুটি প্রচলিত ভুল (আজান ইকামত, আশাবে কাহাফের কুকুর)



একটি ভুল আমাল আযান ও ইকামতের জবাব দেওয়ার ক্ষেত্রে ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ’ এর পরে দরুদ শরীফ পড়া। - এটি একটি ভুল আমাল। সঠিক আমাল হল আযান ও ইকামতের মাঝে ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ’ এর জবাবে হুবহু ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ’ই পড়বে। আযান শেষে দরুদ পড়ে আযানের মাসনূন দুআটি পড়বে। হাদীস শরীফে এরুপই বলা হয়েছে।

– সহীহ মুসলিম ১/৬৬; আহসানুল ফাতওয়া ২/২৭৯। [মাসিক আল কাউসার, সেপ্টেম্বর-২০০৫, পৃষ্ঠা-২৯] একটি ভুল বিশ্বাস আসহাবে কাহাফের কুকুর এবং হজরত সুলাইমান (আঃ) কে যে পিপীলিকা সম্মান করেছিল তারা জান্নাতে যাবে। - এটি একটি ভুল বিশ্বাস। ওই কুকুর এবং পিপীলিকা’র জান্নাতে যাওয়া সম্পর্কে কোন বিশুদ্ধ বর্ণনা নেই। তাই নির্ভরযোগ্য বর্ণনা ছাড়া এ কথা বিশ্বাস করা যাবেনা।

- তাফসীরে রুহুল মাআনী ১৫/২২৬। [মাসিক আল কাউসার, সেপ্টেম্বর-২০০৫, পৃষ্ঠা-৩২]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।