আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
যদি কেউ যদি মনে করে আমি আল্লাহর উপর ভরসা যা কপালে আছে তাই হবে তাহলে যেসব চাকরী আপনার কপালে যা লেখা আছে তা হলো:
টয়লেটের পানি দেখাশুনা করা বা পানি দেখাশুনা যারা করে তাদের লিডার, ময়লা টানাটানি বা ময়লা টানাটানির লিডার, বিল্ডিংএর রড, সিমেন্ট টানাটানি বা লিডার অথবা কোন ফামে`র মাটি সরানো অথবা কোন রেস্টুরেন্ট এর কিচেনের ময়লা পরিস্কার করা।
আর যদি মনে করে আল্লাহর উপরে ভরসা এবং সাথে যেসব চেষ্টা করতে হবে এবং যদি কেউ ভাল চাকরী পেতে চায় তাহলে :
প্রথমেই ইংলিশ জানতে হবে। যে দেশে যাবে সে দেশের ভাষা সম্পকে` সাধারন আউডিয়া। দু একবার হলেও যে কোন দেশ ভিজিট করা।
ইন্টারনেট বা বিদেশী পত্রিকা থেকে কোম্পানীর ই-মেইল নাম্বার কালেকশান করে সরাসরী ঐ প্রতিষ্টানে মেইল করা এবং অবশ্যই হিউম্যান রিসোসে` সরাসরি কথা বলা।
আমার বাস্তবতা থেকে লেখা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।