আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আমরা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়াই



ল্যাম্পপোস্ট নামের একটি সংগঠন গত সপ্তাহে ভারতীয় হাই কমিশনের সামনে টিপাইমুখ বাঁধ এর প্রতিবাদ করতে গিয়ে পুলিশী হামলার শিকার হলো। দুইজন জেলে গেলো। পরদিন পত্রিকাগুলো গল্প ফাঁদতে গিয়ে বড় করে তাদের চরমপন্থীদের মুখপাত্র বানিয়ে ফেললো। আমরা একটা জিনিষের নাম দিই বলেইনা সেটাকে সেই নামে ডাকি। তাই নয় কি? এমনও তো হতে পারতো পাখির নাম পাখি না হয়ে ‌'টাকি' হলো।

পূর্বপুরুষরা সেভাবে ডাকলে আমরাও নিশ্চয় উড়ন্ত এই প্রাণীকে ডাকতাম আইরে টাকি লেজ ঝোলা... এবার সযহেতু অপরিচিত এই সংগঠনকে আমরা চরমপন্থী চিনিয়ে দিলাম, এখন এ নামেই চিনবে সকলে। সেহেতু তারা আর কখনোই জনসম্মুখে কোন প্রতিবাদ দূরের কথা কোন কথাই বলতে পারবে না। এটার প্রমান পাওয়া গেলো বেশ টাটকা টাটকা। গতকাল ১২ জুলাই ধৃত দুই কর্মীর মুক্তির দাবিতে ল্যাম্পপোস্ট নিজেদের নাম পরিচয় দিয়েই সমাবেশের আয়োজন করলো। কিন্তু তাদেরতো আমরা চরমপন্থী জানি সেহেতু ‌'আইরে চরমপন্থী নিষিদ্ধ দল'... বলে হাক ছাড়লো পুলিশ।

(কি করে কতোগুলো ছেলেমেয়ের জীবন দূর্বিষহ করা যায় তা আমরা দেখলাম বটে) তাদের সমাবেশে বাধা দেয়া হলো। তাদের মাইকের লাইন কেটে দেয়া হলো। তারা কন্ঠরোধ করার চেষ্টা চললো। এবং এতোবড় করে আমরা ল্যাম্পপোস্টে কর্মী বলে দেয়ার পরও তারা নাকি নাম পরিচয় লুকাচ্ছেন এমন অভিযোগ দিলো সাংবাদিকরা। কেউ একটা টু শব্দ করবো না? মানবাধিকারকর্মীরা গেলেন কোথায়? এ প্রশ্নটাইবা কোথায় গিয়ে কাকে করবো? নিজের প্রাণেরওতো দয়ামায়া আছে।

নাকি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.