আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকার আর টেবিল ল্যাম্প

দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......

অন্ধকার আর টেবিল ল্যাম্প কতগুলো বই ডায়েরী সুগন্ধি পারফিউম, মাথাব্যথার পেইন বাম আর দু'টো চকলেট, এই নিয়ে কেটে গেছে কতগুলো বিনিদ্র অন্ধকার রাত ! দু'চোখে রাজ্যের ক্লান্তি তবু ও মুদিত হয়না আঁখি। জেগে-জেগে অন্ধকার কে সর্বস্ব ভেবে আকড়িয়ে ধরি বুকের পাঁজর দিয়ে কালো রাত রাগিনী সুরে নীরবতার গজল হয় গালিবের। অনুভূতির অভিলাষে তুমি তাকিয়ে থাক কোন অচেনা রমনীর বিষন্ন শাড়ির আঁচলে প্রতিক্ষায় থাকি তোমার মৃদু নিস্পাপ সাদা হাসিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।