তবে ‘ঘরের ছেলেকে’ ফিরিয়ে আনতে কি পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে, এ বিষয়ে মুখ খোলেনি তারা। অবশ্য বিবিসি স্পোর্টের খবর, 'ফ্রি ট্রান্সফারেই' কাকাকে ফিরে পাচ্ছে মিলান।
২০১৫ সাল পর্যন্ত মিলানে খেলবেন ২০০৭ সালের ফিফা বর্ষসেরা কাকা। এ সময় প্রতি মৌসুমে কাকার বেতন হবে ৪০ লাখ ইউরো।
দলবদলের বাজারে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে গ্যারেথ বেলকে দলে ভেড়ানোর পরদিনই কাকাকে ছেড়ে দিল ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ।
অবশ্য কাকা যে রিয়াল ছাড়বেন, তা তো অনুমিতই ছিল। গত সপ্তাহে নিজেই দল বদলের ঘোষণা দেন ৩১ বছর বয়সী এই খেলোয়াড়।
২০০৯ সালে পাঁচ কোটি ৬০ লাখ পাউন্ড (এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ) ট্রান্সফার ফিতে মিলান ছেড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন কাকা। কিন্তু টানা চোট আর ফর্মহীনতায় নিজেকেই হারিয়ে ফেলেন তিনি।
সান্তিয়াগো বার্নাবেউতে সাফল্য না পেলেও কাকা ভক্তরা আশা করতেই পারেন, মিলান শিবিরে আবারো সাফল্যের চূড়ায় উঠবেন ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য এই খেলোয়াড়।
মিলানের আবাস সান সিরোতেই যে বিশ্বসেরা হয়ে উঠেছিলেন দলটির হয়ে একটি করে সেরি আ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ মোট পাঁচটি শিরোপা জেতা কাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।