ইতালির মিলানে গত রবিবার স্থানীয় সময় বিকেল ৫টায় স্থানীয় সিটিজেন মুভমেন্টের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের বর্তমান রাষ্ট্রনীতি, সংবাদপত্রের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা, আইন-শৃংখলার অবনতি, গুম-বিচারবর্হিভূত হত্যা ও ৫ জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের প্রতিবাদে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মিলান সিটিজেন মুভমেন্টের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও শাহীন মাহমুদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকে-এর সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক, ইউকে হেফাজতে ইসলাম ইউরোপ প্রতিনিধি মুফতি শাহ্ সদরুদ্দিন, জামায়াতে ইসলামী ইউরোপ প্রতিনিধি ব্যারিস্টার আবু বক্কর মোল্ল্যা, নরওয়ে বিএনপির সভাপতি বাদল ভুইঞা, মিলান বিএনপির সভাপতি এমদাদ হোসেন প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।